দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ দেশজুড়ে নিন্দা, প্রতিবাদ ও শাস্তি দাবীর পরিপেক্ষিতে ফেনী শহরস্থ দারুল ঈমান ক্যাডেট মাদরাসার প্রিন্সিপাল ও স্থানীয় জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা মামুনুর রশীদের উপর ন্যাক্যার জনক হামলার ঘটনায় গতকাল রাতে হামলাকারী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে দেয় র্যাব-৭।
গত ১৪জুন রবিবার বিকাল ৫টা ৪২মিনিটে নিজ মাদরাসার সামনে অভিবাবকের নিকট ছাত্রের বকেয়া বেতন চাওয়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্যায়ভাবে প্রিন্সিপাল মামুনুর রশিদকে চাকুরাঘাতে রক্তাক্ত করে অভিভাবক জাহাঙ্গীর আলম।
মাদরাসার সিসিটিভির ফুটেজে ধারণ করা সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের ন্যাক্কারজনক এই হামলার নৃশংস দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে সমালোচনার ঝড় উঠে।
উপায়ান্তর না দেখে জাহাঙ্গীর আলম ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে শালিসি বৈঠকের আয়োজন করে। গত ১৫জুন সোমবার রাতের সেই সালিশি বৈঠকে ফেনী জেলা প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রিন্সিপাল মামুনুর রশিদের কদম ছুয়ে ক্ষমা চাওয়ার মাধ্যমে ঘটনার প্রায় মিমাংশা করেই ফেলে ছিলেন জাহাঙ্গীর আলম।
বাধ্য হয়ে ক্ষমা চাইলেও সাধারণ জনগণ ক্ষমা করেনি সন্ত্রাসীকে।
পরবর্তীতে হামলা ও সালিশিব্যবস্থা নিয়ে জনমনে জনরোষ, অসন্তোষের কারণে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠলে গতরাতে সন্ত্রাসী জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে র্যাব -৭। গ্রেপ্তার পরবর্তী আসামি কে পুলিশের সোফর্দ করে র্যাব।
র্যাব জানায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে জাহাঙ্গীরকে শহরের মাস্টার পড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জাহাঙ্গীর নিজেকে যুবলীগের নেতা পরিচয় দেয় বলে দাবী স্থানীয়দের। ঘটনারপর থানায় এ বিষয়ে অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে ছিল সে। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষককে চাপ প্রয়োগ করে বিষয়টি আপোষ হয়েছে বলে এক সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে বাধ্য করেছিল জাহাঙ্গীর ।
র্যাব-৭ কে ধন্যবাদ জানিয়ে দেশবাসী এখন সন্ত্রাসী জাহাঙ্গীর আলমের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছে।
source https://deshdunianews.com/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87/
0 Comments