মাওলানা আবদুর রাজ্জাক:
দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী বাংলাদেশের দারুল উলূম দেওবন্দ। বর্তমান সময়ে সারা বিশ্বের এক আলোচিত নাম। হেফাজত ইসলামের আন্দোলন উক্ত দ্বীনি প্রতিষ্ঠানের নাম, খ্যাতি আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শতাধিক ইসলামী সংগঠন মিলে যা করতে পারে না, দারুল উলূম হাটহাজারি তা একাই করে দেখিয়েছে। এ হিসেবে দারুল উলূম হাটহাজারী শুধু একটি দ্বীনি প্রতিষ্ঠান নয়, বরং একটি বৃহৎ দ্বীনি সংগঠন।
আর আল্লামা আহমদ শফী শত বছরে জন্ম নিবে না। যেখানে বহু ইসলামী সংগঠনের আমীরগণ ব্যর্থ। সেখানে আল্লামা আহমদ শফী একাই বহু আমীরের সমান ক্ষমতা নিয়ে দ্বীন ইসলামের হেফাজতে ময়দানে এসে সকল বাতিল শক্তিকে নিস্তব্ধ করে দিয়েছেন।
বর্তমান আল্লামা আহমদ শফী এবং মঈনূল ইসলাম হাটহাজারী সরকার এবং নাস্তিক্যবাদকে কান ধরে উঠ বস করানোর ক্ষমতা রাখে।
মঈনুল ইসলাম হাটহাজারী এবং আল্লামা আহমদ শফীর এমন জাদুকরী শক্তির কথা, সরকার এবং বাতিল শক্তিরও অজানা নয়। তাই এই শক্তিকে দুর্বল করার সমূহ চেষ্টা তারা করে যাচ্ছে, যাবে। এটাই স্বাভাবিক। তারা বাবু রাম সাপুরের দুটি সাপের মতো দুধ-ভাত দিয়ে লালন-পালন করে, এই প্রতিষ্ঠানের ফুঁস-ফাঁস বন্ধ করতে চাইবে। এটা তাদের কাজ, তারা করবে।
মুহতারাম শুরা সদস্যবৃন্দ!
একদিকে দারুল উলূম মঈনূল ইসলাম হাটহাজারীর এমন মর্যাদা ও গুরুত্ব। অপর দিকে সরকার ও নাস্তিক্যবাদী শক্তির দুরভিসন্ধী। সবচেয়ে চিন্তার বিষয় হলো- আল্লামা আহমদ শফীর বার্ধক্যজনিত অসূস্থতা। এমতাবস্থায় আপনাদের মাকাম ও দায়িত্বের কথা ভেবে চিন্তে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।
আপনারা যদি সরকার প্রশাসনের কাছে নতি স্বীকার করেন, কারো চোখচাওনী, শলা-পরামর্শের কাছে দূর্বলতা প্রদর্শন করেন, তাহলে ক্ষতি হবে দ্বীনের, ক্ষতি হবে দেশের।
তাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির মহান উদ্দেশ্যে, দ্বীন-ইসলামকে বাংলার জমিনে উচ্চাসনে নিয়ে যাওয়ার লক্ষে, আকাবির-আসলাফদের আদর্শকে অক্ষুণ্ণ রাখার নিমিত্তে সিদ্ধান্ত গ্রহণ করুন। এটা আপনাদের কাছে জাতির প্রত্যাশা।
শুধু একজন সাহেবজাদা নয়, সারাদেশের সমস্ত উলামা-তলাবাদের মনের ভাষা আপনাদেরকে বুঝতে হবে।
লেখক: সম্পাদক, দেশ দুনিয়া নিউজ
source https://deshdunianews.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9f%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%82%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b0/
0 Comments