এস.কে নাজমুল হাসান: (খুলনা জেলা প্রতিনিধি)
আজ ১৭ জুন ২০২০ দুপুরে ডাঃ মোঃ আবদুর রাকিব খান (৫৯) এর মৃত্যুর ঘটনায় নিহতের ছোট ভাই খুলনা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোঃ সাইফুল ইসলাম বাদি হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খুলনা রাইসা ক্লিনিকের মালিক ডাঃ মোঃ অাব্দুর রাকিব হত্যায় জড়িত
অন্তত চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত অারও ১০ জনকে অাসামি করে একটি হত্যা মামলা করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বলেন, পুলিশ এ ঘটনায় বেজেরডাঙ্গা থেকে মঙ্গলবার (১৬ জুন) রাতে আবদুর রহিম নামের একজনকে আটক করেছে। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।
এদিকে বিকেলে মহানগরীর নিরালা মসজিদের সামনে নামাজে জানাযা শেষে নিরালা কবরস্থানে ডা. রকিবকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, নগরীর মোহাম্মদ নগরের পল্লবী সড়কের বাসিন্দা আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ১৪ জুন সিজারের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল ৫.০০ টায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ হলে ১৫ জুন সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (২৫০ শয্যা) রেফার্ড করা হয়। সেখানের চিকিৎসকরাও রোগী রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করে। ঢাকায় নেওয়ার পথে ১৫ জুন রাতে শিউলী বেগম মারা যান।
ভিডিও ফুটেজে দেখা যায় ১৫ জুন রাতেই এ ঘটনায় সম্ভাব্য হামলাকারী রোগীর স্বজন কুদ্দুস, আরিফ, সবুরসহ কয়েকজন মহিলা। তারা রাত ৮টা ৫০ মিনিটের দিকে ডা. রকিবকে লাথি ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এতে তার মাথার পেছনে জখম হয়। তাকে প্রথমে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি শুধু রাইসা ক্লিনিকের মালিক নন বাগেরহাট মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষও ছিলেন। এছাড়া সিনিয়র এ চিকিৎসক বিসিএস স্বাস্থ্য প্রশাসনে পরিচালক পদমর্যাদায় চাকুরী করতেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) খুলনার আজীবন সদস্য ছিলেন ডা. অাঃ রাকিব।
এদিকে অাজ ১৭ জুন দুপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে।
source https://deshdunianews.com/%e0%a6%96%e0%a7%81%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%83/
0 Comments