প্রতিনিধি: মু. নাছির উদ্দিন: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এখন থেকে ফুলগাজী উপজেলায় রিক্সা, মোটরসাইকেল, অটোরিক্সা, সিএনজিসহ সকল প্রকার গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট এবং পণ্য পরিবহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না।
মুদি দোকান সহ নিত্যপ্রয়োজনীয় দোকানসমূহ সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় বিক্রয়ের শর্তে প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এর বাইরে সকল দোকানপাট বন্ধ থাকবে।
ঈদের ছুটিতে কেউ আত্নীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়া যাবে না। নিজের কোন পরিজন কিংবা আত্নীয় যদি উপজেলার বাইরে থাকেন তাহলে তাকে এ সময় বাড়ীতে আসতে নিষেধ করতে হবে। যদি বাহির থেকে কেউ আসে অবশ্যই ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকবেন। বাড়ি লকডাউন করা হবে।
উপরোক্ত নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসুন আমরা অনেকদিন কষ্ট করেছি, আর মাত্র অল্প কিছুদিন কষ্ট করি। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি এবং ঘরে থাকি। তাহলে আমাদের খুব শীঘ্রই মুক্তি মিলবে। আপনারা সবাই এই সহযোগিতাটুকু না করলে আমরা ফেনীবাসী যেভাবে দ্রুত আক্রান্ত হচ্ছি, তাতে আমাদের সামনে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।
আপনাদের সুস্থতা এবং সুরক্ষাই আমাদের একমাত্র লক্ষ্য।
নির্দেশক্রমে
মোঃ সাইফুল ইসলাম
উপজেলা নির্বাহী কর্মকর্তা
ফুলগাজী,ফেনী
source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%81%e0%a6%b2%e0%a6%97%e0%a6%be%e0%a6%9c%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%97%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b8%e0%a6%a4%e0%a6%b0/
0 Comments