ফেনীতে উসওয়া বাজারের চমক, সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিচ্ছে ঘরে ঘরে।
ফেনীতে নতুন করে চালু হয়েছে অনলাইন সুপার শপ উসওয়া বাজার। করোনা পরিস্থিতিতে যখন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে, ভয়ে আতঙ্কে যখন মানুষ ঘর থেকে বের হচ্ছে না, ঠিক সে সময় উসওয়া বাজার মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজেই। সিন্ডিকেট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে উসওয়া বাজার সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করে চমক সৃষ্টি করেছে সূচনাতেই।
খোঁজ নিয়ে জানা যায়- উসওয়া একটি আর্থসামাজিক প্রতিষ্ঠান। ২০১৮ সালের জুনে এর প্রতিষ্ঠা। স্বল্প ও মধ্য আয়ের মানুষদের সুদমুক্ত ঋণ প্রদানসহ বিভিন্ন লক্ষ্যকে সামনে নিয়ে এটি প্রতিষ্ঠিত হয়। ১০০ পরবর্তীতে ১৫০ টাকা মাসিক সঞ্চয় এর মাধ্যমে তারা প্রাথমিক ফান্ড গঠন করে। এই সমিতি থেকেই তারা বড় কিছুর স্বপ্ন দেখে। আর সেই স্বপ্ন থেকেই উসওয়া বাজার প্রতিষ্ঠা।
উসওয়া বাজারে পাওয়া যাচ্ছে একজন মানুষের নিত্য প্রয়োজনীয় সকল আইটেম। মুদি পণ্য- চাল-ডাল, মসলা, সকল প্রকার গোস্ত, মাছ, দুধ ডিম, ফ্রেশ ফল, বেবি আইটেম, লেডিস আইটেম ইলেকট্রনিক পণ্যসহ সব কিছু।
গ্রাহকরা উসওয়ার ওয়েবসাইট www.oswabazar.com অথবা ফেসবুক পেইজ http://facebook.com/oswa2018 ও হেল্প লাইনে 01312720024 কল দিয়ে খুব সহজেই তার পণ্যের অর্ডার করতে পারে। অর্ডারকৃত পণ্য উসওয়া ফেনী পৌরসভা ২৪ ঘণ্টার মধ্যে কোন সার্ভিস চার্জ ছাড়াই এবং পৌরসভার বাহিরে ৪৮ ঘণ্টার মধ্যে ন্যূনতম সার্ভিস চার্জ নিয়ে পৌঁছে দিচ্ছে। গ্রাহকরা কোন প্রকার ভোগান্তি ছাড়াই ঘরে বসে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছে। উসওয়ার যে বিষয়টি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে- তারা রমজান উপলক্ষে সকল পণ্যে ১০% থেকে ১৩% ডিসকাউন্ট দিচ্ছে। এতে করে লকডাউনে বিপর্যস্ত হতদরিদ্র মানুষরাও সাশ্রয়ী মূল্যে কেনাকাটা করার সুযোগ পাচ্ছে।
উসওয়া বাজার ফেনীর মানুষের নিকট জনপ্রিয় হয়ে ওঠার আরো কিছু কারণ হলো- তারা পণ্যের গুণগত মান বজায় রাখতে সচেষ্ট। বেশ কিছু পণ্য তারা নিজেরাই উৎপাদন করার প্রস্তুতি প্রায় সম্পূর্ণ করতে চলেছে । যেমন, মাছ-গোস্ত, দুধ, হলুদ, মরিচ ইত্যাদি। বিক্রিত পণ্য ত্রুটিযুক্ত হলে অথবা অর্ডার এর সাথে সামঞ্জস্য না হলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত নিচ্ছে। এতে করে দিন দিন তাদের উপর গ্রাহকের আস্থা বেড়ে চলছে।
ক্রেতাদের অভিমত- উসওয়া যদি তার গ্রাহকসেবার এই ধারা অব্যাহত রাখতে পারে ,তাহলে ই-কমার্স জগতে এটিই হবে ফেনীর সেরা প্রতিষ্ঠান।
source https://deshdunianews.com/%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%89%e0%a6%b8%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0/
0 Comments