দেশ দুনিয়া নিউজ ডেস্ক: কালামে পাকে মহান আল্লাহ আমাদেরকে ভয় এবং আতঙ্ক দ্বারা পরীক্ষা করবেন, এই ঘোষণা দিয়েছেন। আতঙ্কের কোন বিষয় সম্মুখে আসলে আতঙ্কিত হওয়া আমাদের পরীক্ষা নয়; বরং আতংক অবস্থায় আমাদের বিশ্বাস কোন দিকে যায়? আমাদের কর্ম কী হয়? সেটাই মূলত আমাদের পরীক্ষা।
সর্তকতা অবলম্বনে দোষ নেই। তবে সর্তকতা আমাদেরকে রক্ষা করতে পারবে না। মহান আল্লাহ বলেছেন, “তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদের পেয়ে যাবে। যদিও তোমরা শক্তিশালী দুর্গে অবস্থান করো। (সূরা নিসা-78)
আমাদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। এতে হা-হুতাশ করার কিছু নেই বরং আক্রান্ত ও অআক্রান্তের পার্থক্য হচ্ছে এটা বেশ ভালো কথা। সমস্যা হলো, আমাদের ব্যবস্থাপনা দুর্বল। আমাদের চিকিৎসা ব্যবস্থার অপূর্ণতা। এখন মহান আল্লাহর রহমতই আমাদের বড় সম্বল।
বিদেশে সর্তকতা অবলম্বন সত্বেও, চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদের মৃত্যুর হার অনেক বেশি। বুঝতে হবে, সতর্কতা এবং চিকিৎসা আমাদেরকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। করোনা আসছে এটা নিয়ে আতঙ্কিত না হয়ে রমজান আসছে, রহমতের মাস আসছে, আল্লাহর রহমতের আশাবাদী হওয়া বেশি প্রয়োজন।
আমরা মুসলিম জাতি আল্লাহর রহমত আমাদের বড় প্রত্যাশা। তাকদীরে বিশ্বাস আমাদের বড় সান্তনা। তাই আমরা যেন মৃত্যু আসার আগে আতঙ্কিত হয়ে না মরি।
লেখক: মাওলানা আবদুর রাজ্জাক
বিশিষ্ট লেখক, গবেষক, রাষ্ট্রচিন্তক,
সম্পাদক দেশ দুনিয়া নিউজ
source https://deshdunianews.com/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%b0/
0 Comments