দেশ দুনিয়া নিউজ ডেস্কঃ গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মঈনুল ইসলাম হাট হাজারী’র সহকারী পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরীর নামে “চলমান পরিস্থিতিতে আল্লামা বাবুনগরীর বার্তা ” শিরোনামে একটি বিবৃতি প্রচার হতে দেখা যায় ৷
এ বিষয়ে হযরতের ব্যক্তিগত সহকারী মাওলানা ইন’আমুল হাসান ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তিনি দেশ দুনিয়া নিউজকে বলেন, সম্প্রতি কোন বিষয়ে আমার শায়েখ ও মুরশিদ আল্লামা জুনাইদ বাবুনগরী (হাফিঃ)আনুষ্ঠানিক কোন বিবৃতি দেননি।
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হযরতের ব্যক্তিগত মতামত থাকতে পারে, তবে তিনি এখনো আনুষ্ঠানিক ভাবে কোন বক্তব্য বা বিবৃতি প্রদান করেননি ৷ তাই এ ধরণের বানোয়াট বিবৃতি প্রচার করা থেকে সবাইকে বিরত থাকতে বলা যাচ্ছে ৷
নিম্নে সে বিবৃতিটি হুবহু দেয়া হল,
“চলমান পরিস্থিতিতে আল্লামা বাবুনগরীর জরুরী বার্তাঃ
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সংগ্রামী মহাসচিব, আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী পরিচালক, কোটি-কোটি তাওহিদী জনতার প্রাণের স্পন্দন, কারানির্যাতিত মাযলূম আলেমে দ্বীন, ক্বায়েদে মিল্লাত, তাগুত ও নাস্তিকদের আতংক, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহ এর বজ্রকঠিন হুংকার…
#১৫০ বছর ধরে যেই আল্লাহ কওমী আলেমদের রিযিকের ব্যবস্থা করে আসছেন, সেই আল্লাহ তো মরে যাননি, তিনি চিরঞ্জীব। তিনিই কওমী আলেমদের রিযিকের ব্যবস্থা করবেন।
#কওমী সনদের স্বীকৃতি এই শর্তের উপর দেওয়া হয়েছে যে, সরকারের কোনো দান-অনুদান গ্রহণ করা হবে না। কওমী স্বীকৃতির প্রজ্ঞাপনে এই শর্ত স্পষ্ট উল্লেখ আছে। এখন কেউ কওমী মাদরাসার নামে সরকারী অনুদান গ্রহণ করলে কওমী স্বীকৃতির স্বকীয়তা রইল কোথায়?
#ঈদের পর পরই সমস্ত কওমী মাদরাসা ও মসজিদ খুলে দিতে হবে। বাধা দিলে কঠিন আন্দোলন করা হবে। বাজার খোলা, গার্মেন্টস খোলা, ব্যাংক খোলা। সবকিছু খোলা থাকার পরও মাদরাসা-মসজিদ বন্ধ থাকার কোনো যৌক্তিকতা নেই।
দেশের সমস্ত ওলামায়ে কেরাম ও তাওহিদি জনতার কাছে আমার এই স্পষ্ট বার্তা পৌঁছে দেন।”
source https://deshdunianews.com/%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ab%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a4-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%ad%e0%a7%82/
0 Comments