দেশব্যাপী ত্রাণ চোরদের খতিয়ান

উমর ফারুক আবদাল :  দেশ জুড়ে চলছে লকডাউন। থমকে গেছে মানুষের জনজীবন। মালিকের কল-কারখানা বন্ধ, জমানো টাকা ভেঙ্গে ভেঙ্গে খাচ্ছে। শ্রমিকের কাজ নেই, শুয়ে-বসে দিন কাটাচ্ছে। পেটে ভাত নেই, ভ্যানের চাকাও ঘুরছে না। দিনের পর দিন না খেয়ে কাটাতে হচ্ছে বহু দিন মজুর অসহায় হতদরিদ্র পরিবারকে। কোথাও ক্ষুদার জালায় আত্মহত্যার ঘটনাও ঘটছে। কোথাওবা নদীতে ঝাপ দিচ্ছে ভুখার্ত মানবতা।

বাংলাদেশ একটি দরিদ্র রাষ্ট্র। যত বেশী পরিমানেই ত্রান দেওয়া হোক না কেন, তাও অনেক কম। তবুও ক্ষুদ্র প্রয়োজন পুরণের কিঞ্চিত প্রচেষ্টা। কেউ ব্যক্তিগত উদ্যোগে, কেউবা দলীয় ভাবে। তাদের মধ্যে অন্যতম ও উল্লেখযোগ্য নজর কাড়ানো দৃষ্ট যাদের, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সরকারের পক্ষ থেকে কিছু ত্রান-সামগ্রী দিন মজুর অসহায়দের জন্য বরাদ্ধ হলেও জনগন পর্যন্ত পৌঁছানো হচ্ছে না ত্রাণের সেই চাল-ডাল-তেল-পেঁয়াজ; বরং কোথাও দলীয় নেতার আস্তানায়, কোথাও ইউপি চেয়ারম্যানের ধানের গোলায়, কোথাও কাউন্সিলরের খাদ্যের গুদামে জমা হচ্ছে বস্তার পর বস্তা ত্রাণের চাউল। আবার কোথাও তো নেতাজীর বাড়ির আঙ্গিনায় ত্রাণের চাউলের খনিও পাওয়া যাচ্ছে।

বড্ড অবাক লাগে, এখনো কি চুরির সময়! মানবতার কোন দূর্দিনে আর আপনাদের পাশে পাবো? ভয়াবহতা আরো কত প্রকট আকার ধারণ করলে, অবস্থার আরো কতটা অবনতি হলে আপনারা হুঁশে আসবেন? সংকট আরো কতটা তীব্র হলে জনতার হাল ধরবেন?
এখন সময় এসেছে, ঐ বেইমানদের মুখোশ উন্মোচন করার। মুখে চুন-কালি মেখে দেয়ার। তাই এখানে সকল চোরাদের কিছু খতিয়ান তুলে ধরা হলো………

✪ ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আ:লীগ নেতার বাড়ির পুকুরে চাউলের খনি পাওয়া গেছে । চাল উদ্ধার করেছে অন্তত কয়েক টন। আরো উদ্ধারের কাজ চলছে।

✪ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক নারী ইউপি সদস্যের গুদাম থেকে ওএমএসের ৬৩০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এরইমধ্যে ওই গুদাম সীলগালা করেছেন ইউএনও।

✪ ঢাকা উত্তর সিটির শেরে বাংলা নগর ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান ২০ লাখ টাকা চাঁদা তুলেও ত্রান দেননি ঐ এলাকার কম আয়ের সাড়ে তিন হাজার পরিবারকে।

✪ বগুড়ার নন্দীগ্রামে ১৬৮ বস্তা চালসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসকে গ্রেপ্তার করে র‌্যাব।

✪ বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ডিলার ওয়াজেদ হোসেন ভুয়া মাস্টাররোল তৈরি করে আত্মসাৎ করে দরিদ্রদের জন্য খাদ্য বান্ধব কর্মসূচির ১০০ বস্তা চাল ।

✪ পাবনার বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি, কোরবান আলী (৬০) কে ২২৯ বস্তা ত্রাণের (ভিজিএফ) চালসহ আটক করেছে র‍্যাব।

✪ বরিশালের গৌরনদী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ ও জব্দ করা হয় ৫৫ বস্তা চাল।

✪ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতীতে পাচারকালে সরকারি ৫০ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে আটক করা হয়।

✪ টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খাদ্যবান্ধব কর্মসূচির কাকরাজান ইউনিয়নের ডিলার আরিফ সরকারের (৩৪) বিরুদ্ধে ১৫৫০০ কেজি চাউলের গড়মিলের অভিযোগ উঠেছে।

✪ জামালপুর সদরের নরুন্দি বাজার এলাকায় যুবলীগ ও আ.লীগ নেতার পৃথক ৩টি গুদাম থেকে ৫০৪ বস্তা চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসব ঘটনার সঙ্গে জড়িত ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

✪ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাল চুরির অভিযোগে পিরোজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

✪ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছারকে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সরকারের বরাদ্দকৃত ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে গত ৬ এপ্রিল সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

✪ চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের জোড়া বকুলতলা এলাকার একটি ভাড়া বাড়ি থেকে রোববার দুপুরে ৩০০ বস্তা (১৫ হাজার কেজি)চাল জব্দ করা হয়। সরকারি চালসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

✪ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর থেকে অবৈধভাবে মজুদ রাখা ৭৩৮ বস্তা (২৫ হাজার ৪৪০ কেজি) সরকারি চালসহ গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আল ইসরাইল ওরফে জুবেলকে (৪৯) গতকাল শনিবার সন্ধ্যায় আটক করেছে র‌্যাব।
ও পাঁচবিবি উপজেলার আমিরপুর গ্রাম থেকে ৬৮ প্যাকেট ত্রান সামগ্রীসহ জেলা পরিষদ সদস্য ফারুখ হোসেন ও তার ভগ্নিপতিকে আটক করেছে র‌্যাব সদস্যরা। বুধবার বিকেলে জেলা পরিষদ সদস্যের ভগ্নিপতির বাড়ি থেকে ত্রান সামগ্রীগুলি উদ্ধার করা হয়।

✪ খাগড়াছড়িতে কালোবাজারে বিক্রি হওয়া খাদ্যবান্ধব কর্মসূচির ২৫৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে।
এবং খাগড়াছড়িরই দীঘিনালায় মেরং ইউনিয়ন বাজার থেকে ৭০ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গা ঢাকা দিয়েছেন যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা। তবে আটক হয়েছেন দুই ব্যবসায়ী।

✪ বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের আ. লীগ সভাপতি নজরুল ইসলাম খান ৩০কেজীর বদলে ২২কেজী করে চাল বিতরণ করে বাকি চাল নিজেই হাতিয়ে নিচ্ছে।

✪ বান্দরবানের রুমায় খাদ্য কর্মসূচির খোলা বাজারের চাল কালোবাজারে বিক্রির সময় ধরা খেলেন রুমা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ২ জন। এ সময় ছয়টি বস্তায় ২৮৭ কেজি চাল কালোবাজার থেকে উদ্ধার করা হয়।

✪ ময়মনসিংহ নেত্রকোনা রোয়াইলবাডি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিকের ছেলে শাকিল খানকে ত্রানের চাল চুরির অভিযোগে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

✪ নোয়াখালী সদর উপজেলায় শুক্রবার সকালে আন্ডারচর ইউনিয়নের সোনাপুর-বাংলাবাজার সড়কে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল আটক করেছে জনতা। ঘটনার পর ডিলার পলাতক রয়েছেন।
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ও যুবলীগ নেতা মোসলেহ উদ্দিন হতদরিদ্র কার্ডধারীদের না দিয়ে প্রতি বস্তা চাল ৭’শ থেকে ৮’শ টাকা দরে কালো বাজারে বিক্রি করে আসছে। ভোর রাতে তার গুদামের চাল সরিয়ে নেওয়ার সময় স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলেন।

✪ সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২৬ বস্তা চালসহ বড়দল ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন ডিলার, মজিবর সানা (৫০) কে বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে আটক করেছে পুলিশ।

✪ সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৩নং ওয়ার্ডের কাউন্সিলর, ক্ষমতাসীন দলের নেতা, এ কে এ লায়েকের মুন্সিপাড়া বাসা থেকে শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলে গাড়িভর্তি ত্রাণের ১২৫ বস্তা চাল ফিরিয়ে আনলো সিসিক।

✪ ফরিদগঞ্জ উপজেলাধীন ১৪নং ফরিদগঞ্জ (দঃ) ইউনিয়ন তথা কালির বাজার ইউপি চেয়ারম্যান, জনাব আলমগীর হোসেন (রিপন) এলাকার জনসাধারণের কাছ থেকে সরকারের দেওয়া ভি.জি.ডি অানুমানিক ৭০ টি কার্ডের প্রতি কার্ডে ৩০ কেজি চাউল চুরি করে তার বাসায় নিয়ে যায়।

✪ পিরোজপুর নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবুল কালাম সুতার (৫০) ও গ্রাম পুলিশ গোলাম মোস্তফাকে (৫৫) কে হতদরিদ্র পরিবারের ১০ টাকা কেজি দরে সরকারের খাদ্যবান্ধব ফেয়ার প্রাইজ কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও কালো বাজারে বিক্রির চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে।

✪ নাটোরের সিংড়ায় ১০ টাকা কেজি দরের ৪৮ বস্তা চাল গোপনে বিক্রির অভিযোগে ডিলার আওয়ামী লীগ নেতা আওয়াল হোসেন স্বপনসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুকাশ ইউনিয়নের শারুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৮ বস্তা চালসহ তাদেরকে আটক করা হয়।

✪ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় হতদরিদ্র্যের ১০ টাকা কেজির ৬৩০ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দুইজনকে আটকসহ পাঁচটি গোডাউন সিলগালা করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নে পারুয়া গ্রামের কুশলডাঙ্গী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন।

✪ গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারের ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির (ওএমএস’র) চাল কালোবাজারে বিক্রয়ের সময় ডিলার মজদার রহমানকে (৫২) সোমবার সাঘাটার পদুমশহর নয়াবন্দর বাজার এলাকা থেকে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে প্রায় ৩০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। মজদার রহমান পদুমশহর ইউনিয়নের মৃত আজগর আলীর ছেলে এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার।

✪ যশোরের মণিরামপুর পৌর এলাকার বিজয়রামপুরের ভাইভাই রাইস মিলের গুদাম থেকে শনিবার (৪ এপ্রিল) বিকালে পুলিশের সহায়তায় ৫৪৯ বস্তা সরকারি চাল ও একটি ট্রাক জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান উল্লাহ। এ সময় ওই মিলের মালিক আব্দুল্লাহ আল মামুনকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

✪ কিশোরগঞ্জ ভৈরবে ১ কোটি ৫৫ লক্ষ টাকার চাল চুরি দায়ে ভৈরব পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এস এম বাক্কী বিল্লাহর আপন ছোট ভাই ফারদুল্লাহ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

✪ রংপুরের পীরগঞ্জে ৯০ বস্তা সরকারি চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে গুর্জিপাড়া কলেজের সামনে থেকে চালসহ তিনজনকে আটক করা হয়।

গত দুই সপ্তাহে সারাদেশের বিভিন্ন এলাকা থেকে দরিদ্র ও হতদরিদ্র মানুষের জন্য সরকারের বরাদ্দের ২ হাজার ১৭৪ বস্তা চুরি হওয়া চাল উদ্ধার করেছে আইনশৃ্ঙ্খলা বাহিনী। তবে এখনও হদিস মেলেনি ৫৫০ বস্তা চালের। সবচেয়ে বেশি ৬৯৫ বস্তা চুরি হওয়া চাল উদ্ধার হয়েছে ময়মনসিংহ বিভাগ থেকে এবং সবচেয়ে কম ৩৮ বস্তা উদ্ধার হয়েছে সিলেট বিভাগ থেকে।

কিছুতেই থামছে না সরকারি চাল চুরি। প্রতিদিন দেশের কোনো না কোনো জায়গা থেকে আসছে চাল আত্মসাতের খবর। আল্লাহ এদের মাঝে মানবতা-মনুষত্ব সামান্য যেন ফিরে আসে।



source https://deshdunianews.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/

0 Comments