কবিতা: তোমার ফিরে আসা- হেলাল মজুমদার

দেশ দুনিয়া নিউজ
কবিতা: তোমার ফিরে আসা- হেলাল মজুমদার

তোমার ফিরে আসা

হেলাল মজুমদার

স্বপ্ন ছিল অনেক, কল্পনাও করি হাজার
কিন্তু, বাস্তবের সাথে মিল কই তার
মনি মুক্তা ঝরানো তুমি, যদি আরো
বলি,মায়ার রাজ্যের স্বর্গ, মুচকি আর অট্টহাসিতে

ঘুচতে পারো অন্তরের চিরতা,আর কটুতা,
তাইতো আমার ভুল করা, তোমায় নিয়ে স্বপ্ন দেখা।
একবার ভাবি, দুইবার ভাবি,
ভাবতে ভাবতে, বিভোর আমি
ভাবনার এই কল্পনাতে ও তোমায় নিয়ে ভুল করি,

ভুল করা এই কল্পনাতে, স্বপ্ন ছিল ফিরবে বুঝি,
এই দিক ফিরে, ঐ দিক ফিরে
ঘুরে ফিরে স্বপ্ন দেখা,
তুমি আবার, আসবে বলে
মনের ভিতর রং মাখা

কষ্ট করে কল্পনাতে, এলোমেলো ছবি আঁকা,
তুমি আবার, আসবে বলে
আশায় আশায় চেয়ে থাকা,
কষ্ট দিয়ে, কষ্ট সয়ে, তুমি আবার ফিরে এলে,

স্বপ্ন আর কল্পনাকে হার মানিয়ে,
স্বপ্নের বিরতি আর কল্পনার সমাধীতে,
তোমায় আমি ফিরে পেলাম,
অবশেষে তুমি এলে, অবশেষে তোমায় পেলাম,

তোমার ফিরে দেখা, তোমার ফিরে আসা
সবকিছুই অন্তরালে ।

কবিতা: তোমার ফিরে আসা- হেলাল মজুমদার
দেশ দুনিয়া নিউজ ডেস্ক:



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

0 Comments