সফর অবস্থায় রোযা ভাঙ্গার হুকুম কী?

প্রশ্ন : জনাব কামরুল সাহেব রমজান মাসে গ্রামের বাড়ি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন, গ্রাম থেকে খুলনা শহর পাঁছ কিলোমিটার দূরত্ব। শহরে এসেই নিজেকে মুসাফির মনে করে রোযা ভেঙ্গে ফেলল, অতঃপর তার মনে পড়ে যে মূল্যবান মোবাইল রেখে চলে এসেছেন, তাই পুনরায় বাড়িতে যান সেখানে গিয়ে কিছু খাবার খেয়ে পুনরায় রওনা দেন। আমার জানার বিষয় হলো উক্ত রোযার হুকুম কি?
 উত্তর : শরীয়াহ মতে ৪৮ মাইল তথা তিন দিনের দুরত্বে সফর করার নিয়তে কোন ব্যক্তি রওয়ানা হয়ে নিজের এলাকা অতিক্রম করে ফেললে তার জন্য মুসাফিরের হুকুম আহকাম প্রযোজ্য হয়, নামাজ কসর করতে হয়, রোযা ভাঙলে কাফফারা দিতে হয় না ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে জনাব কামরুল সাহেব যেহেতু শরয়ী সফরের নিয়তে বের হয়ে নিজ এলাকা অতিক্রম করে শহরে পৌঁছে মুসাফির অবস্থায় রোযা ভেঙ্গেছেন, তাই তাকে উক্ত রোযা শুধু কাযা করতে হবে, কাফফারা দিতে হবে না।
উল্লেখ্য, রোযা অবস্থায় সফর শুরু হলে একান্ত প্রয়োজন ব্যতীত রোযা ভাঙ্গা উচিত নয়, এর কারণে রোযা ভঙ্গ করার গুনাহ হয়। (আল ফেকহুল হানাফী ১/৪৩৭)

– মুফতি নিজাম উদ্দীন আল গাজী



source https://deshdunianews.com/%e0%a6%b8%e0%a6%ab%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0/

0 Comments