লকডাইনের মধ্যেই সংঘর্ষ, প্রতিপক্ষের পা কেটে হাতে নিয়ে ‌‌’জয় বাংলা’ মিছিল (ভিডিও)

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের লকডাইনের মধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের পা কেটে হাতে নিয়ে ‌‌’জয় বাংলা’ মিছিল করতে দেখা যায়। (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজে’লার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রবিবার সকালে বি’বাদমান দুই পক্ষের র’ক্তক্ষয়ী সং’ঘর্ষ হয়। এতে অ’গ্নিসংযোগ, লু’টপাট, বাড়ীঘর ভাং’চুর, আহত হয় অর্ধশত এবং আ’টক হয় ৩০।

সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা হলো ধা’রালো অ’স্ত্র দিয়ে প্রতিপক্ষের পা কে’টে বিজয় উল্লাস করা হয়েছে। শুধু তাই নয়, ওই কা’টা পা নিয়ে গ্রামের অলিগলিতে হয়েছে আনন্দ মিছিল। সেই মিছিলে কাটা পা হাতে নিয়ে ‌‌’জয় বাংলা’ ধ্বনি শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লু রহমান ও এলাকার সর্দার আবু কাউছার মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বি’রোধ চলে আসছিল। ইতোমধ্যে উভ’য়পক্ষের মধ্যে একাধিকবার র’ক্তক্ষয়ী সং’ঘর্ষের ঘটনা ঘটে। বহু হ’তাহতের ঘটনাও ঘটেছে। এসব বি’ষয় নিয়ে এলাকায় আগামীকাল সোমবার সকাল ১০ টায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উভ’য়পক্ষের লোকজনকে নিয়ে একটি জরুরি বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই আজ রবিবার দু’পক্ষের লোকজনের মধ্যে ভ’য়ানক এক সং’ঘর্ষ হয়।

সং’ঘর্ষে অন্তত অর্ধশত লোক আ’হত হয়। আ’হতদের নবীনগর ও জে’লা সদর হাসপাতালসহ বিভিন্নস্থানে প্রেরণ করা হয়েছে। সং’ঘর্ষকালে ১০-১৫টি বাড়ি ভা’ঙচুর ও অ’গ্নিসংযোগ করা হয়। এসময় লু’টপাটের ঘটনাও ঘটে।

সং’ঘর্ষ চলাকালে কাউছার মোল্লার পক্ষের আবু মেম্বারের নাতি হাজির হাটির জিল্লুর রহমানের পক্ষের লোকেরা মোবারক হোসেনকে (৪৫) ধাওয়া করে। আত্মরক্ষার্থে মোবারক হোসেন বাড়িতে আত্মগো’পন করলে বাড়িতে প্রবেশ করে তার ডান পা টাকশাল দিয়ে গোড়ালি থেকে কে’টে বিচ্ছিন্ন করে ফেলা হয়। পরে তার কা’টা পা নিয়ে গ্রামের সড়কে সড়কে মিছিল করে। এ ঘটনায় সেখানে আ’তঙ্ক ছড়িয়ে পড়ে।

নবীনগরের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান, সং’ঘর্ষের পর ২২ জনকে আ’টক করা হয়েছে। দা’ঙ্গাবাজদের ধরতে অ’ভিযান চা’লানো হচ্ছে। পরবর্তী সং’ঘর্ষ এড়াতে এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন আছে। পা কে’টে নেয়ার ঘটনায় এলাকায় চ’রম উ’ত্তেজনা বিরাজ করছে।



source https://deshdunianews.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be-%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87/

0 Comments