করোনায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল

দেশ দুনিয়া নিউজ
করোনায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: করোনায় এখনো শীর্ষ স্থান দখল করে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছেন শত শত মানুষ। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০০ জন। এনিয়ে সেখানে সর্বমোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার (১০,৫১৬) ছাড়িয়ে গেলো।

সর্বাধিক করোনা রোগী শনাক্ত হওয়া দেশও যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৯ হাজার ৯৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে ৩ লাখ ৬৫ হাজার ৬৫৩ জন। আক্রান্তদের মধ্যে ১৯ হাজার ৩০৮ জন সুস্থ হয়ে ফিরেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে ফ্রান্সে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩৩ জন করোনা রোগী মারা গেছেন। সব মিলিয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৯১১ জনের। দেশটিতে করোনা রোগী শনাক্ত হয়েছে ৯৮ হাজার ১০ জন।

এদিকে ইতালি এবং স্পেনে মৃত্যুর হার কমলেও পরিস্থিতি এখনো সংকটাপন্ন। ইতালিতে নতুন করে মৃত্যু হয়েছে ৬৩৬ জনের। সব মিলিয়ে দেশটিতে সর্বোচ্চ ১৬ হাজার ৫২৩ জনের মৃত্যু হলো। ইতালিতে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন। স্পেনে নতুন করে ৫২৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৩ হাজার ১৬৯ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩২ জন।

করোনায় যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল
দেশ দুনিয়া নিউজ ডেস্ক:



source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%93-%e0%a6%ab%e0%a7%8d/

0 Comments