বঙ্গপাল
ইব্রাহিম হাসান হৃদয়
নেই যে কিছু আমার দেশে
শোনো ওরে পঙ্গপাল।
সব কিছু তো খেয়ে নিলো
নয়া দানব বঙ্গপাল।
দেখতে ওরা মানুষ যেমন
খাদ্য ওদের চাল,
গরীব লোকের রক্ত খেয়ে
মুখ করেছে লাল।
ওদের বাপ দাদারা দেশের
করছে চুরি কম্বলও,
তাইতো ওরাই খাচ্ছে লুটে
অসহায়ের সম্বলও।
ক্ষুধা পেটে মানুষ যখন
কষ্ট ভরা দিলে,
ত্রাণের পণ্য ভাগ করে ঐ
খাচ্ছে ওরা গিলে।
জাগো সবাই ধরো ওদের
ভরো চালের বস্তাতে,
চালচোর সব নেতার গালে
জুতা মারো সস্তাতে।
source https://deshdunianews.com/%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%b9/
0 Comments