দেশ দুনিয়া নিউজ
ব্রেকিং নিউজ: দেশে নতুন করে আরো ৪ জন কোরোনা রোগী সনাক্ত
দেশ দুনিয়া নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসের নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। এর মধ্যে দুই জন চিকিৎসকও রয়েছেন।
২৬ মার্চ বৃহস্পতিবার থেকে ২৭ মার্চ শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত চিকিৎসকসহ নতুন করে ৪ জন রোগী সনাক্ত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৯টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসটি। আক্রান্তের সংখ্যা পাঁচ লাখেরও বেশি।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা পর্যন্ত পাওয়া তথ্যমতে, সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ১৫০ জনে। মৃত্যু হয়েছে ২৪ হাজার ৮৩ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২৪ হাজার ৩২৬ জন।
এ মুহূর্তে সারাবিশ্বে আক্রান্ত অবস্থায় আছেন ৩ লাখ ৮৩ হাজার ৭৪১ জন, যাদের মধ্যে ১৯ হাজার ৩৫৭ জনের অবস্থা গুরুতর। বাকি ৩ লাখ ৬৪ হাজার ৩৮৪ জনের অবস্থা স্থিতিশীল রয়েছে। এ পর্যন্ত করোনায় ১৬ শতাংশ মানুষের মৃত্যু ঘটেছে, সুস্থ হয়েছেন ৮৪ শতাংশ মানুষ।
ব্রেকিং নিউজ: দেশে নতুন করে আরো ৪ জন কোরোনা রোগী সনাক্ত
deshdunianews
source https://deshdunianews.com/%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a7%aa-%e0%a6%9c%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95/
0 Comments