শরীয়তের দৃষ্টিতে গুজব ছড়ানোর ভয়াবহতা

দেশ দুনিয়া নিউজ
 শরীয়তের দৃষ্টিতে গুজব ছড়ানোর ভয়াবহতা

দেশ দুনিয়া নিউজ ডেস্ক: ওমর ফারুক আবদাল

গুজব কি?

শরীয়তের দৃষ্টিতে গুজব হলো, কোন ভিত্তিহীন মিথ্যা সংবাদ বা ঘটনাকে ব্যাপকভাবে প্রচার করা। কুরআন-সুন্নাহ, ইসলামী শরীয়তে মিথ্যাকে যেমন মহাপাপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, ঠিক তেমনি বিধান গুজবেরও। বরং গুজব মিথ্যার চেয়েও ক্ষতির দিক থেকে মারাত্মক। কালামে পাকের সূরা বনী ইসরাইলের 36 নং আয়াতে মহান আল্লাহ বলেন, “যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। কান, চোখ, হৃদয় এগুলোর প্রত্যেকটি সম্পর্কে কৈফিয়ৎ তলব করা হবে। হাদীসে পাকে নবীজী সা. বলেন, যা শুনে তা বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।
মিথ্যাকে মুনাফেকি স্বভাব উল্লেখ করা হয়। হযরত আবদুল্লাহ ইবনে আমর রা. বর্ণিত হাদীসে তিনি বলেন, নবী সা. ইরশাদ করেছেন, যার মধ্যে চারটি স্বভাব রয়েছে সে প্রকৃত মুনাফিক হিসেবে পরিগণিত হবে। আর যার মধ্যে এর একটি স্বভাব থাকে, তার মধ্যে মুনাফেকির একটি স্বভাব বিদ্যমান। যতক্ষণ পর্যন্ত না সে তা পরিহার করে।

১. যখন তার নিকট আমানত রাখা হয় তখন সে তা খেয়ানত করে।
২. যখন সে কথা বলে মিথ্যা বলে।
৩. সে ওয়াদা করে পরে তা ভঙ্গ করে।
৪. যখন সে কারো সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তখন সে মন্দ বলে। (বুখারী, মুসলিম, মিশকাত শরিফ 31 নং হাদিস)

মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার ছাড়াও গুজবের কারণে আরও যেসব ধর্মীয় ও সামাজিক ক্ষতি হয়ঃ- 

১. ধর্মীয় বিষয় নয় এমন বিষয়কেও মানুষ ধর্মের বিষয় মনে করে বসে।
২. ধর্ম মানুষের কাছে উপহাসের পাত্রে পরিণত হয়।
৩. ধর্মের প্রতি মানুষের অবিশ্বাস সৃষ্টি হয়।
৪. বিজ্ঞান মনস্করা ধর্মকে বিজ্ঞানবিরোধী ও কুসংস্কার ভাবতে শুরু করে।
৫. মানুষ অযথা বিতর্কে লিপ্ত হয়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ঝগড়া-বিবাদও বেঁধে যায়।
৬. মানুষের শারীরিক মানসিক ও আর্থিক ক্ষতি হয়।
তাই গুজবের এই ভয়াবহ পরিণতি থেকে আমাদের সকলকে বিরত থাকা অপরিহার্য।

 শরীয়তের দৃষ্টিতে গুজব ছড়ানোর ভয়াবহতা
deshdunianews



source https://deshdunianews.com/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a7%81%e0%a6%9c%e0%a6%ac-%e0%a6%9b/

0 Comments